রবিবার বর্ধমানের মেমারি থানার সাতগেছিয়া স্পোর্টিং মাঠে শুরু হল রাজ্য সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার দফতরের উদ্যোগে ৫ম পূর্ব বর্ধমান জেলা বইমেলা। এদিন এই বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, প্রাণী সম্পদ বিকাশ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ, সংশোধন প্রশাসন দফতরের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস সহ বিধায়ক জ্যোৎস্না মাণ্ডি, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, সহ-সভাধিপতি দেবু টুডু, জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা সহ জেলার সমস্ত বিধায়করাও।
এদিন বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ রাজা রামমোহন রায় ফাউন্ডেশনের আর্থিক সাহায্য প্রায় ২ বছর ধরে বন্ধ থাকায় তা পুনরায় চালু করার দাবি জানান। তিনি জানান, শুধুমাত্র সময় কাটানোর জন্য বই নয়। সমস্ত ধরণের জ্ঞান অর্জনের জন্যই রয়েছে বই। বইয়ের কোনে বিকল্প হতে পারে না। জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা এদিন জেলার সমস্ত গ্রন্থাগারকে ঢেলে সাজানো এবং সাধারণ মানুষকে লাইব্রেরীমুখী করার ওপর জোর দিয়েছেন।
বইমেলায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, ‘রাজ্য সরকারের উদ্যোগে ডব্লু বি সি এস কোর্সের জন্য বিনামূল্যে লাইব্রেরীতে কোচিং-এর ব্যবস্থা করা হয়েছে। এই বইমেলা থেকে গ্রামীণ লাইব্রেরী, শহরের লাইব্রেরী এবং জেলা লাইব্রেরী সবমিলিয়ে ১৫ লক্ষ ৮০ হাজার টাকার বই কিনবে। বছরে ১০ কোটি টাকার বই বিক্রি হয় বিভিন্ন বইমেলা থেকে।’ এই বইমেলা চলবে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত।