বাড়ির উপর দিয়ে ইলেক্ট্রিক তার নিয়ে যাওয়াকে কেন্দ্র করে বিবাদের জেরে ভাইপোদের মারে কাকার মৃত্যুর অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারি থানার বড়পলাশনের দিঘিরপাড় এলাকায়। মৃতের নাম নাসির মোল্লা (৫২)। অভিযোগ, এই ঘটনায় স্বামীকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন নাসির মোল্লার স্ত্রী কোহিনুর বিবি। তাঁকে বর্ধমান হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মৃতের পরিবারের অভিযোগ, শনিবার সন্ধ্যায় নাসির মোল্লার দাদা জিবাদ মোল্লা হুকিংয়ের বৈদ্যুতিক তার নাসির মোল্লার বাড়ির উপর দিয়ে নিয়ে যাচ্ছিলেন।তাতে নাসির মোল্লা প্রতিবাদ করেন। উভয়ের মধ্যে বচসা শুরু হয়। তার জেরেই জিবাদ মোল্লার চার ছেলে রড, বাঁশ, শাবল দিয়ে বেধড়ক মারধর করেন নাসির মোল্লাকে। মারের চোটে ঘটনাস্থলেই মৃত্যু হয় নাসির মোল্লার। তাঁকে বাচাতে গেলে নাসির মোল্লার স্ত্রী কোহিনুর বিবিকেও বেধড়ক মারধর করা হয়। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় মেমারি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।