.
কাঁকসার বিরুডিহা উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী বর্ষ পূর্তি উপলক্ষে মঙ্গলবার নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাশাপাশি বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয় এদিন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার জেলা পরিষদের সহ-সভাপতি সমীর বিশ্বাস, কাঁকসা পঞ্চায়েত সমিতির সদস্য দেবদাস বক্সি সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা। এদিন সকালে বিরুডিহা বাস স্ট্যান্ড থেকে বিদ্যালয় পর্যন্ত ছাত্র-ছাত্রীরা একটি শোভাযাত্রায় অংশ নেয়। এছাড়াও বিদ্যালয়ের হীরক জয়ন্তী অনুষ্ঠানে বিশিষ্টজনদের সম্মান জানানো হয়। সেই সঙ্গে বিদ্যালয়ে কৃতি ছাত্র-ছাত্রীদেরও সংবর্ধনা জানানো হয় এদিন।
Like Us On Facebook