.

কাঁকসার ত্রিলোকচন্দ্রপুরে বুধবার সকালে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার হল। বুধবার সকালে স্থানীয় মানুষ জঙ্গলে গেলে জঙ্গলের মধ্যে পচাগলা মৃতদেহটি পড়ে থাকতে দেখে খবর দেয় পুলিশকে। এই ঘটনায় বুধবার সকালে কাঁকসা এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় মানুষ মনে করছেন, মৃত ব্যক্তি স্থানীয় ব্যাক্তি নন। অন্য কোন স্থান থেকে কোন দুষ্কৃতি হয়ত খুন করে মৃতদেহটি ত্রিলোকচন্দ্রপুরের জঙ্গলে ফেলে দিয়ে গেছে। কাঁকসা থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে বলে জানা গেছে।

Like Us On Facebook