সকালে কাঁকসার কুলডিহা গ্রাম থেকে রাজবাঁধ পর্যন্ত বর্ধমান-দুর্গাপুরের লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতাজ সংঘমিতার সমর্থনে প্রার্থীকে নিয়ে হুডখোলা জিপে চড়ে নির্বাচনী রোড-শো করলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের বর্ধমান জেলার পর্যবেক্ষক অরূপ বিশ্বাস।

এদিন সন্ধ্যায় পানাগড়ের মিত্র সংঘের মাঠে অরূপবাবু ঘাটালের বিদায়ী তৃণমূল সাংসদ তথা এবারের তৃণমূল কংগ্রেস প্রার্থী জনপ্রিয় নায়ক দেবকে মঞ্চে হাজির করেন। দেবকে দেখতে মিত্র সংঘের মাঠ কানায় কানায় ভরে ওঠে। এদিন সন্ধ্যায় দেবকে দেখতে পানাগড়ের মিত্র সংঘের মাঠ দেব-ফ্যানদের উন্মাদনায় ফুটতে থাকে। দেব এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণাত্মক বক্তব্য রাখেন উপস্থিত জনতার সামনে।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?


Like Us On Facebook