বর্ধমান উত্তরের প্রাক্তন বিধায়ক তথা বিশিষ্ট কংগ্রেস নেতা শহীদ কাশীনাথ তা-এর ৩৬ তম প্রয়াণ বার্ষিকী যথাযত মর্যাদার সঙ্গে পালন করা হল জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। ৩৬ বছর আগে আজকের দিনেই ভোতারপাড়ের কাছে বামপন্থি দুষ্কৃতীদের হাতে খুন হন তিনি। সেই থেকে প্রতি বছর পালন করা হয়ে থাকে তাঁর স্মরণ সভা। আজও ভোতারপাড়ে তাঁর শহীদ বেদীতে মাল্যদানের মধ্যেদিয়ে তাকে স্মরণ করা হয়। উপস্থিত ছিলেন তাঁর কন্যা তথা বর্ধমান ১ নং ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি কাকলি গুপ্ত তা, প্রণবেশ চ্যাটার্জী, চন্দ্রনাথ মুখার্জী সহ অনান্যরা।
Like Us On Facebook