দুর্লভ প্রজাতির সাদা কাক দেখতে বর্ধমান শহরে উৎসুক মানুষের হুড়োহুড়ি পড়ে গেল। আমরা সাধারণত কালো কাক দেখতেই অভ্যস্ত। সাদা কাক সচরাচর দেখা যায় না। কাকের রঙ সাদা নিয়ে স্থানীয়দের মধ্যে ভিন্ন ভিন্ন মতের সৃষ্টি হয়। শারীরিক কিছু সমস্যার জন্য অনেক সময় কাকের রঙ সাদা হয়।

শুক্রবার সকালে হঠাৎই লক্ষ্মীপুরমাঠের রাণাপ্রতাপ ক্লাবের সামনে একটি বাড়ির কার্ণিশে বসে থাকতে দেখা যায় একটি ধবধবে সাদা কাককে। এলাকার অনেকেই মুহূর্তের মধ্যে কাকের ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। কাকটি কিছুক্ষণ এই ছাদ ওই ছাদ করার পর উড়ে চলে যায় অন্যত্র। তবে সাদা কাকের খবর ছড়িয়ে পড়তেই উৎসুক অনেকেই পাশাপাশি পাড়া থাকে ছুটে আসেন দেখতে। কিন্তু অনেকেরই আর সাদা কাক দেখার সাধ মেটেনি। আক্ষেপ করে অনেকে আবার বললেন ভাগ্যে নেই দাদা, দৌড়ে এলে হবে কি। তবুও আজ সারাদিনই এলাকাজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রইলো এই সাদা কাক। জানা গেছে, মেলালিন বিকম্যান্ট এর কারণে মানুষ ও পশু পাখির বর্ণ সাদা বা কালো হতে পারে। শরীরে মেলালিন বিকম্যান্টের মাত্রা অতিরিক্ত হলে বর্ণ কালো ও মাত্রা কম হলে সাদা হতে পারে।