রানিগঞ্জে বোমার ঘায়ে আহত পুলিশ কর্তা অরিন্দম দত্ত চৌধুরীর অবস্থা মঙ্গলবার স্থিতিশীল রয়েছে বলে দুর্গাপুরে মিশন হাসপাতাল সূত্রে জানা গেছে। মিশন হাসপাতালের সুপার ডা. পার্থ পাল বলেন, সোমবার ডিসিপি অরিন্দম দত্ত চৌধুরীর বোমার ঘায়ে আহত ডান হাতের কব্জির উপরের ক্ষতস্থানে অস্ত্রোপচার করা হয়েছে। অস্ত্রোপচারের পর অরিন্দমবাবুর অবস্থা আজ স্থিতিশীল। বেশ কিছুটা সময় লাগবে পুলিশ কর্তা সুস্থ হয়ে উঠতে। ক্ষতস্থানে রক্তক্ষরণ বন্ধ করা সম্ভব হয়েছে। আজ পুলিশ কর্তা চিকিৎসকদের সঙ্গে কথাও বলেছেন বলে জানান মিশন হাসপাতালের সুপার ডা. পার্থ পাল।
সোমবার রানিগঞ্জে রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষ বেধে গেলে অনেক মানুষ আহত হন। এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। বিভিন্ন এলাকায় বাড়ি, দোকানপাট এবং গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। কড়া পুলিশি ব্যবস্থা থাকলেও অবস্থা এক সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি (হেড কোয়ার্টার) অরিন্দম দত্ত চৌধুরী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দিতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে ডান হাতের কব্জির উপরে গুরুতর চোট পান। তাঁকে প্রথমে রানিগঞ্জের হাসপাতাল ও পরে দুর্গাপুরের মিশন হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার ডিসিপির জখম হাতে অস্ত্রোপচার করা হয়। এই ঘটনায় অনেকে আহত হন। এক ব্যক্তি সংঘর্ষে মারা যায় বলে জানা গেছে। সংঘর্ষ থামাতে গিয়ে বেশ কয়েক জন পুলিশ কর্মীও আহত হন।
এদিকে মঙ্গলবার সকালে রানিগঞ্জে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গুজবে কান না দিতে মাইকিং করা হয়। এলাকায় পুলিশি টহল চলছে। এলাকায় ১৪৪ ধারা জারি রাখে প্রশাসন। এলাকা বন্ধের চেহারা নেয়। দোকান পাট বন্ধ। রানিগঞ্জ বাস স্ট্যান্ডে বিভিন্ন রুটের বাস সার্ভিসও প্রায় বন্ধ রয়েছে। গোটা এলাকা মঙ্গলবারও থমথমে রয়েছে।
রানিগঞ্জের ঘটনায় মোট ২৬ জনকে এখনও পর্যন্ত পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গেছে। রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, পুলিশ কমিশনার লক্ষী নারায়ণ মীনা, আসানসোলের মেয়র জীতেন্দ্র তেওয়ারি ও সাংসদ বাবুল সুপ্রিয় এলাকার বাসিন্দাদের এলাকায় শান্তির আবেদন জানান এবং গুজবে কান না দিতে অনুরোধ করেন। আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে পুলিশ বিশেষ ব্যবস্থা করে বলে জানা গেছে।