পুত্র ও পুত্রবধূর মধ্যে অশান্তির মধ্যস্থতায় এসে পুত্রবধূর ছোড়া অ্যাসিডে আক্রান্ত হতে হল শ্বাশুড়িকে। আশঙ্কজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয় খন্ডঘোষ ব্লক স্বাস্থ্য কেন্দ্রে। খন্ডঘোষ থানার খুদকুড়ি গ্রামের ঘটনা। অ্যাসিড আক্রান্ত শ্বাশুড়ির নাম তিলোত্তমা সিংহ (৬০)। তিনি অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী। অভিযুক্ত পুত্রবধূর নাম রাণু। তিনি পাত্রসায়র ব্লক অফিসের রিলিফ ক্লার্ক হিসাবে কাজ করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বছর দেড়েক আগে খুদকুড়ির বাসিন্দা অচিন্ত্য সিংহের সঙ্গে রাণু হাজরার বিবাহ হয়। বিয়ের পর থেকেই প্রায়ই বাপের বাড়ি যাওয়া নিয়ে রাণুর সঙ্গে অশান্তি হতো অচিন্ত্যর। আজ সকালেও সেই নিয়ে অশান্তি শুরু হলে মধ্যস্থতা করতে আসেন শ্বাশুড়ি তিলোত্তমা সিংহ। অভিযোগ, সেই সময়ই রাণু ব্যাগে থাকা অ্যাসিডের বোতল বের করে তাঁকে লক্ষ্য করে ছোড়ে। অ্যাসিড গিয়ে লাগে তিলোত্তমা সিংহের সারা শরীর জুড়ে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয় খন্ডঘোষ ব্লক স্বাস্থ্য কেন্দ্রে। খন্ডঘোষ থানায় অভিযোগ দায়ের। অভিযোগ করেন ছেলে অচিন্ত্য সিংহ। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেছে খন্ডঘোষ থানার পুলিশ।