লোকাল ট্রেন দেরিতে চলায় এবং আপ মা তারা এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবিতে পূর্ব বর্ধমানের মেমারি স্টেশনে যাত্রীরা বিক্ষোভে সামিল হলেন। বুধবার অফিস টাইমে স্টেশন ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ দেখান নিত্যযাত্রীরা। ফলে প্রায় ঘণ্টা খানেক ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় আপ ও ডাউন লাইনে।
যাত্রীদের অভিযোগ, প্রায় প্রতিদিনই হাওড়া-বর্ধমান মেন শাখার আপ লোকাল ট্রেনগুলি দেরিতে চলায় নিত্যযাত্রীরা চরম সমস্যায় পড়ছেন। প্রতিদিন দেরিতে চলছে আপ হাওড়া-জয়নগর প্যাসেঞ্জারও। বারে বারে রেল কর্তৃপক্ষকে জানিয়েও কোন সুরাহা মিলছে না। পাশাপাশি নিত্যযাত্রীদের দাবি আপ মা তারা এক্সপ্রেসের স্টপেজ দেওয়া হোক মেমারি স্টেশনে। যাত্রী বিক্ষোভের জেরে ঘন্টা খানেক ট্রেন চলাচল বন্ধ থাকায় বিভিন্ন স্টেশনে আপ ও ডাউন লোকাল ও এক্সপ্রেস ট্রেন আটকে পড়ে। শেষে রেল কর্তৃপক্ষের আশ্বাসে নিত্যযাত্রীদের বিক্ষোভ ওঠে। পাশাপাশি আপ লোকাল ট্রেন দেরিতে চলায় মেমারির পর আবার অবরোধ হয় দেবীপুর স্টেশনে। হাওড়া-বর্ধমান মেন লাইনের দেবীপুর স্টেশনে নিত্যযাত্রীদের বিক্ষোভ ও অবরোধের ফলে ট্রেন চলাচল বন্ধ থাকে বেশ কিছুক্ষণ।