কাঁকসার ত্রিলোকচন্দ্রপুরে রবিবার সন্ধ্যায় ডাকাতির ঘটনায় দুই মহিলা সহ দুই ব্যাক্তিকে গ্রেফতার করলো কাঁকসা থানার পুলিশ। ধৃতদের নাম, শেখ ফিরোজ, শেখ মাহমুদ, জ্যোৎস্না দাস (বিবি) ও সুপর্ণা সাহা। এরা সকলেই মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ এলাকার বাসিন্দা। মুর্শিদাবাদ জেলার পুলিশ এই চারজনের বিষয় গোপন সূত্রে খবর পায় এবং তাঁদের আটক করে। তাঁদের কাছ থেকে ১০ কেজি রুপোর গয়না, ৫০ গ্রাম সোনার গয়না, একটি নাইন এমএম পিস্তল, একটি ওয়ান শর্টার বন্দুক ও বারোটি কার্তুজ এবং বেশকিছু ধারালো অস্ত্র ছাড়াও একটি চারচাকা গাড়ি আটক করে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করার পরই সামশেরগঞ্জ থানার পুলিশ জানতে পারে তাঁরা কাঁকসার ডাকাতির ঘটনার সাথে যুক্ত। এরপরই সামশেরগঞ্জ থানার পুলিশ কাঁকসা থানার সাথে যোগাযোগ করে। বুধবার কাঁকসা থানার পুলিশ দুর্গাপুর মহকুমা আদালতের কাছে টিআই প্যারেডের জন্য আবেদন করে ধৃতদের হেফাজতে নেয়।
পুলিশ জানিয়েছে, দুই মহিলা প্রথমে ক্রেতা সেজে ত্রিলোকচন্দ্রপুর বাসস্ট্যান্ড এলাকায় দত্ত জুয়েলার্স নামের তাপস দত্তের দোকান থেকে রুপোর গয়না কেনে। সেই সময় তাপসবাবু দোকান বন্ধ করার জন্য সমস্ত গয়না ব্যাগের মধ্যে ভরে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। ওই দুই মহিলা দোকান থেকে বের হওয়ার পরই ফিরোজ শেখ ও শেখ মহমুদ দোকানে ঢুকে গয়না ভর্তি ব্যাগ ছিনতাই করে পালানোর সময় তাপসবাবু ব্যাগ আটকাতে গেলে তাঁর হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ব্যাগ ছিনিয়ে দোকানের পিছনে ধান জমির আল ধরে গুলি চালাতে চালাতে তাঁরা পালিয়ে যায়। রবিবারের ঘটনার পর দ্রুত ডাকাতের দল ধরা পড়ায় কিছুটা হলেও স্বস্তি মিলেছে স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে।