মঙ্গলকোটে কাটমানি ফেরতের দাবিতে মুচলেকা আদায়

আউশগ্রামের পান্ডুক গ্রামে কাটমানির টাকা ফেরত দেওয়ার দাবিতে এক তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করল গ্রামবাসীরা। অভিযুক্ত তৃণমুল নেতার নাম উজ্জ্বল মন্ডল। তিনি এলাকার তৃণমুলের বুথ সভাপতি। গ্রামবাসীদের অভিযোগ, বাংলা আবাস যোজনার ঘরের টাকা পাইয়ে দেওয়ার নাম করে ওই তৃণমূল নেতা ৫ থেকে ১০ হাজার টাকার কাটমানি নিয়েছেন। এমনকি ১০০ দিনের কাজেও ১০ থেকে ১২ দিনের কাজের টাকা কাটমানি হিসাবে নিয়েছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর তাঁরা সেই কাটমানির টাকা ফেরত পেতেই ওই নেতার বাড়ি ঘেরাও করেছেন। অন্যদিকে, টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করলেও উজ্জ্বল বাবু বলেছেন, এই টাকা নেওয়াকে কাটমানি বলা যাবে না। দল চালানোর জন্য ওই টাকা তিনি নিয়েছেন। এমনকি তাঁর দাবি, ওই টাকায় গরীব মানুষকে তিনি সাহায্যও করে থাকেন। যদিও এদিন গ্রামবাসীদের চাপে তিনি ওই টাকা ফেরত দেবেন বলে মুচলেখাও দিয়েছেন।

এবার কাটমানির রেশ পড়ল মঙ্গলকোটেও। শুধু বিক্ষোভই নয়, রীতিমতো মুচলেকা আদায় করলেন গ্রামবাসীদের একাংশ। মঙ্গলকোটের চাণক অঞ্চলে গণপুর পালপাড়া এলাকার চার নম্বর সংসদের অধীন দশাদিঘী মাঝিপাড়া, নওদাপাড়া, বাগদীপাড়ার মানুষজনের অভিযোগ বাড়ি করার টাকা পাইয়ে দেওয়ার জন্য তৃণমূলের বুথ কমিটির নেতারা টাকা নিয়েছিলেন। রবিবার গ্রামবাসীদের একাংশ টাকা ফেরত দেওয়ার দাবিতে অভিযুক্ত নেতাদের বাড়ি বাড়ি চড়াও হন। এলাকাবাসীদের অভিযোগ, পঞ্চায়েতের মাধ্যমে বাংলা আবাস যোজনা কিংবা প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে ঘর পেতে নূন্যতম পাঁচ হাজার থেকে কুড়ি হাজার টাকা কাটমানি লেগেছে। স্থানীয় তৃণমূলের বুথ কমিটির নেতারা সেই টাকা আদায় করেছেন বলে অভিযোগ। এদিন কয়েকশো গ্রামবাসী কাটিমানি নিয়ে চেপে ধরলে অভিযুক্ত নেতারা প্রকাশ্যে জানান, তাঁরা চাণক অঞ্চল তৃণমূল সভাপতির নির্দেশে এই টাকা নিয়েছিলেন। সেই টাকা দ্রুত ফেরত দিয়ে দেবেন বলে জানিয়েছেন অভিযুক্ত নেতারা।

আউশগ্রামে নেতার বাড়ি ঘেরাও
Like Us On Facebook