কাঁকসার কুলডিহা বয়েজ ক্লাব ময়দানে চলা ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হল রবিবার। ফাইনাল ম্যাচ হয় কুলডিহা মহাকালী ক্যাটারার ও আড়া ভিলেজ কালচারের মধ্যে। ফাইনাল ম্যাচ জিতে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয় আড়া ভিলেজ কালচার।
কাঁকসার কুলডিহায় যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কুলডিহা বয়েজ ক্লাব ময়দানে ১৭ তারিখ থেকে শুরু হয় এক ক্রিকেট টুর্নামেন্ট। মোট আটটি দল অংশ নেয় এই টুর্নামেন্টে। প্রতিযোগিতার ফাইনালে ওঠে কুলডিহা মহাকালী ক্যাটারার ও আড়া ভিলেজ কালচার। রবিবার অনুষ্ঠিত হল এই ফাইনাল ম্যাচ। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়ে দশ হাজার টাকা পুরস্কার জিতে নিল আড়া ভিলেজ কালচার। রানার্স আপ হয়ে পাঁচ হাজার টাকা পুরস্কার পেল কুলডিহা মহাকালী ক্যাটারার। পাশাপাশি দুই দলের সকল খেলোয়াড়দের একটি করে হেলমেট দেওয়া হয় এবং সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির প্রচারও করা হয়।