একই ব্যক্তি যদি বল ও ব্যাট দুটোই করতে পারেন সবাই সেটাই তো চাইবেন, তাই অল রাউন্ডারদের চাহিদা আগামীতে ক্রমশ বাড়বে বলে জানিয়ে গেলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অল রাউন্ডার ইরফান পাঠান। রবিবার বর্ধমানের সূর্যনগর মালিরমাঠে রাজনন্দিনী ক্রিকেট কাপ টুর্নামেণ্টে টেনিস বল ক্রিকেটারদের উৎসাহ দিতে আসেন ইরফান পাঠান। এদিন তাঁকে ঘিরে চরম উন্মাদনা দেখা যায় ক্রিকেটপ্রেমীদের মধ্যে। মাঠে নেমে ব্যাটও করেন তিনি।

এবছর এই টুর্নামেন্টে ১৬ টি দল অংশগ্রহণ করেছে। রবিবার সেই টুর্নামেন্টে ক্রিকেটারদের উৎসাহ দিতে বর্ধমানে আসেন ইরফান পাঠান। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে লাল ও সাদা বল নিয়ে ইরফান বলেন, সব বলেই খেলা উচিত। বিগ ব্যাস টুর্নামেন্ট নিয়ে প্রশ্ন করতেই ইরফান সাফ জানান, বিগ ব্যাস টুর্নামেন্ট তিনি দেখেন না। সার্বিকভাবে টি-২০ থেকে টি-১০ ক্রিকেট ম্যাচ হতে আরও সময় লাগবে বলেই মন্তব্য করেন ইরফান। উদ্যোক্তাদের পক্ষে দেবাশীষ নন্দী, পার্থ নন্দী ও পলাশ নন্দী-রা জানান, মোবাইলে আসক্ত যুব সম্প্রদায়কে মাঠমুখী করতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। এবছর এই টুর্নামেন্ট ১২ তম বর্ষে পদার্পন করলো। আগামীদিনে এই টুর্নামেন্টকে ভারতের ১ নং টেনিস ক্রিকেট টুর্নামেন্ট করায় আমাদের লক্ষ্য।

Like Us On Facebook