বর্ষার জল পড়তে না পড়তেই মাটি বসে ফের কাঁকসার কুনুর নদীর ব্রিজের উপর ফাটল দেখা দিল। বেশ কিছু দিন আগে কুনুর নদীর উপর ব্রিজ মেরামতি করা হয়। দীর্ঘ দিন ব্রিজের উপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ ছিল তারপর মেরামতির পর যানচলাচল যথারীতি শুরু হয়।
ফের বর্ষার ভ্রুকুটি দেখা দিতেই মাটি বসে ব্রিজের উপর ফাটল দেখা দিয়েছে বলে জানা গেছে। সোমবার দুর্গাপুর মহকুমা প্রশাসন থেকে প্রাপ্ত খবর অনুযায়ী জানা গেছে সংশ্লিষ্ট দপ্তরের বিশেষজ্ঞ ইঞ্জিনিয়াররা কুনুর নদীর ব্রিজ পরিদর্শন করেছেন। দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরা বলেন, কুনুর ব্রিজ পরিদর্শন করেছেন বিশেষজ্ঞরা। খুব শীঘ্রই ফের মেরামতি করা হবে কুনুর নদী ব্রিজ।
Like Us On Facebook