দুর্গাপুর পৌর নির্বাচনের মুখে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের ক্রমাগত সিপিএম প্রার্থীর বাড়ির সামনে বোমাবাজি সহ সন্ত্রাস সৃষ্টি করা ও স্টিল টাউনশিপ এ-জোনে সিপিএমের আশীষ জব্বর দলীয় অফিস ভাঙচুরের প্রতিবাদে শুক্রবার সিপিএম কর্মীরা দুর্গাপুর থানায় বিক্ষোভ দেখায়। দুর্গাপুর থানায় সিপিএমের দলীয় কর্মীরা মিছিল করে ঢুকতে গেলে পুলিশ আটকে দেয়। শুক্রবারে সিপিএমের দুর্গাপুর থানা ঘেরাওকে কেন্দ্র করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে। থানার কিছুটা দূরে পুলিশ ব্যারিকেড তৈরি করে সিপিএম কর্মীদের আটকে দেয়। সিপিএমের দলীয় নেতাদের প্রতিনিধি থানায় গিয়ে স্মারক লিপি জমা দেয়। প্রবল বৃষ্টি উপেক্ষা করে সিপিএমের দলীয় কর্মীরা দলে দলে এদিন শাসকদলের সন্ত্রাস ও পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে প্রতিবাদে সামিল হন।
Like Us On Facebook