যতটা গর্জালো ততটা বর্ষালো না। পুলিশ ও সিপিএম নেতৃত্বের কৌশলী চালে এবং দুর্গাপুরে শান্তি রক্ষার্থে জেলভরো অভিযান হল না। নিয়ম রক্ষার্থে থানার অদূরে আশিষ জব্বর পার্টি অফিসে সিপিএম কর্মীরা শেষমেষ বিক্ষোভ সমাবেশ করলেন।

সিপিএমের জেল ভরো অভিযানকে কেন্দ্র করে সকাল থেকেই দুর্গাপুর থানায় প্রস্তুতি ছিল চোখে পড়ার মতো। জলকামান থেকে পুলিশ কুকুর সহ বিশাল পুলিশ বাহিনী গোটা এলাকা ঘিরে রাখে। কার্যত ১৪৪ ধারার চেহারা নেয় গোটা এলাকা।

২৮ জানুয়ারি সিপিএমের মহামিছিলের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে ২নং জাতীয় সড়ক। আসানসোল যাওয়ার পথে সিটিসেন্টারে অবরোধের মধ্যে আটকে পড়েন জেলাশাসক সৌমিত্র মোহন। জাতীয় সড়ক অবরোধ ও জেলাশাসকের গাড়ি আটকানোর অভিযোগে রবিবার রাতে ৫ সিপিএম কর্মীকে গ্রেফতার করে পুলিশ। এই গ্রেফতারির প্রতিবাদে ‘জেলভরো’ অভিযানের ডাক দেয় দুর্গাপুরের সিপিএম নেতৃত্ব।

মঙ্গলবার দুর্গাপুরে শান্তি রক্ষার্থে পুলিশ আধিকারিক ও সিপিএম নেতাদের মধ্যে দফায় দফায় আলোচনার শেষে শান্তিপূর্ণ ভাবে স্মারকলিপি দিয়ে সিপিএম কর্মীরা জেলভরো অভিযান বন্ধ রেখে বিক্ষোভ সমাবেশ সারেন।

সিপিএমের ২নং জোনাল কমিটির সম্পাদক পঙ্কজ রায় সরকার বলেন, “পুলিশ দলীয় কর্মীদের গ্রেফতার না করার আশ্বাস দেওয়ায় আমরা জেলভরো অভিযান বন্ধ রাখি।”