আগুনে পুড়ে ছাই হয়ে গেল গরু-ছাগল সমেত একটি গোয়ালঘর। ঘটনা মন্তেশ্বর থানার সিহি গ্রাম এলাকায়। সোমবার গভীর রাতে আগুন লাগে বলে জানা যায়। খবর পেয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধান সহ অন্যান্য আধিকারিকরা ঘটনাস্থলে আসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মন্তেশ্বর থানার সিহি গ্রামে জয়দেব মালিক নামে একটি ব্যাক্তির গোয়ালঘরে সোমবার গভীর রাতে হঠাৎই আগুন ধরে যায়। ওই গোয়ালঘরে ছিল চারটি গরু সহ একটি বাছুর ও কয়েকটি ছাগল। আগুনে গবাদি পশুগুলি সহ গোয়াল ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। তবে কী থেকে আগুন লাগে তা জানা যায়নি। জয়দেব মালিকের ছেলে সন্তোষ মালিক জানান, কীভাবে আগুন লেগেছে বুঝতে পারছি না। রাতে আমরা সবাই ঘুমিয়ে ছিলাম। তবে আমরা আগুন লাগার খবরটা পাই প্রতিবেশীদের কাছ থেকে। পাম্প চালিয়ে আগুন নেভানোর চেষ্টা করি। কিন্তু ততক্ষণে গরু সহ গোয়াল ঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
Like Us On Facebook