দুর্গাপুর মহকুমা হাসপাতালের পর এবার কোভিডের থাবা দুর্গাপুর ইস্পাত হাসপাতালে। শুক্রবারের পাওয়া খবর অনুযায়ী জানা গেছে, দুর্গাপুর ইস্পাত হাসপাতালে চিকিৎসক সহ ৫৫ জন করোনায় আক্রান্ত, বর্হিবিভাগ সহ কয়েকটি বিভাগ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
জানা গেছে, দুর্গাপুর ইস্পাত হাসপাতালে প্রায় ১৭ জন চিকিৎসক কোভিড আক্রান্ত। অন্যদিকে ১৭ জনের মধ্যে প্যাথলজি বিভাগের ১১ জন করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়াও আক্রান্ত বেশ কয়েকজন হাসপাতাল কর্মীও। সব মিলিয়ে প্রায় ৫৫ জন কোভিড আক্রান্ত। ঝুঁকি এড়াতে দুর্গাপুর ইস্পাত হাসপাতাল কর্তৃপক্ষ তড়িঘড়ি হাসপাতালের আউটডোর বন্ধের সিন্ধান্ত নিল৷ আগামী সোমবার ১৭ জানুয়ারি থেকে ১৫ দিনের জন্য এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল হাসপাতাল কর্তৃপক্ষ। প্যাথলজি বিভাগ ছাড়াও আপাতত জরুরি অস্ত্রপ্রচার ছাড়া বাকি সমস্ত অস্ত্রপ্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে স্থানীয় কাউন্সিলর ও সবকটি শ্রমিক সংগঠনের ইউনিয়নের নেতৃত্বকে নিয়ে গুরুত্বপূর্ণ এক বৈঠক ডেকে দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের কথা জানিয়েছে বলে ইউনিয়ন নেতৃত্বদের দাবি।