কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে আসানসোল নগর নিগমের পক্ষ থেকে ‘হোক প্রতিবাদ’ নামে অবস্থান বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়। বুধবার আসানসোল নগর নিগমের সামনে এক ধর্না মঞ্চে বিজেপি ছাড়া নগর নিগমের বাকি কাউন্সিলররা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ধর্নায় বসেন। এদিন বাম, কংগ্রেস ও তৃণমূল কাউন্সিলররা একসাথে ধর্না মঞ্চে বসে প্রতিবাদ জানান। কাউন্সিলরদের অভিযোগ, আসানসোল পুরসভা কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পের টাকা পাচ্ছে না। এর ফলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আসানসোল নগর নিগমের মেয়র জিতেন্দ্র তেওয়ারি ধর্না মঞ্চ থেকে বলেন, ‘হাউস ফর অল প্রকল্পের জন্য ডিপিআর পাঠানো হলেও কেন্দ্র থেকে কোন আনুমোদন বা টাকা আসেনি। এছাড়াও জল ও ফ্লাইওভার প্রকল্পের জন্যও কেন্দ্রীয় সরকার কোন টাকা পাঠাচ্ছে না।’

Like Us On Facebook