গত ২৯ জুন বর্ধমানে প্রশাসনিক বৈঠক করতে এসে মুখ্যমন্ত্রী জানিয়ে গিয়েছিলেন কর্মসংস্কৃতি ফিরিয়ে আনতে হবে সরকারী দপ্তরে। মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ মোতাবেক তারপরই বর্ধমানের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব সমস্ত আধিকারিকদের হাজিরা নিয়ে নির্দেশ দেন। এমনকি মুখ্যমন্ত্রীর সভার পরের দিনই বর্ধমানের সেচ দপ্তরের হাজিরা নিয়ে তিনি ইতিমধ্যেই শোকজ করেছেন দপ্তরের আধিকারিককে। আর বুধবার সকাল প্রায় সাড়ে দশটা নাগাদ বর্ধমান জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ অফিসে হাজিরা দেখতে গিয়ে চোখ কপালে উঠল বর্ধমানের অতিরিক্ত জেলাশাসক (শিক্ষা) প্রবীর চট্টোপাধ্যায়ের। এদিন তিনি সকাল প্রায় সাড়ে ১০টা নাগাদ প্রাথমিক শিক্ষা সংসদের অফিসে গিয়ে দেখেন বহু কর্মীই অনুপস্থিত। এরপর তিনি কথা বলেন প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান অচিন্ত্য চক্রবর্তীর সঙ্গেও। ঘুরে দেখেন অফিসের সামগ্রিক পরিবেশও। তিনি জানিয়েছেন, এদিন তিনি যা দেখলেন সে সম্পর্কে তিনি তাঁর রিপোর্ট জমা দেবেন উর্ধতন কর্তৃপক্ষের কাছে। অন্যদিকে, অচিন্ত্য চক্রবর্তী জানিয়েছেন, এদিন ১০জন কর্মী অনুপস্থিত ছিলেন। বিষয়টি তাঁরা খতিয়ে দেখছেন।

Like Us On Facebook