.
বাউল গানের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে করোনা সচেতনতার প্রচার করলেন বাউল শিল্পীরা। বৃহস্পতিবার কাঁকসার গোপালপুরে ‘দুয়ারে প্রশাসন’ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেই কর্মসূচিতে শতাধিক মানুষ আসেন বিভিন্ন প্রকল্পে নিজেদের নাম নথিভুক্তির জন্য। সেই সমস্ত মানুষজনের সামনে বাউল গানের মাধ্যমে করোনা সচেতনার প্রচার করা হয় প্রশাসনের পক্ষ থেকে। করোনার প্রকোপ থেকে সাধারণ মানুষ কি ভাবে নিজেদের সুরক্ষিত রাখবেন বাউল গানের মাধ্যমে তা তুলে ধরা হয় এদিন। অযথা গুজব না ছড়ানোর ও গুজবে কান না দেওয়ার আবেদন জানানো হয় বাউল গানের মাধ্যমে। পাশাপাশি মাস্ক পরেই বাড়ি থেকে বেরোনোর কথা বলা হয় বাউল গানের মধ্যে দিয়ে
Like Us On Facebook