করোনা মোকাবিলায় দুর্গাপুর পুরসভার উদ্যোগে বাজার স্যানিটাইজ করার কাজ শুরু হল। বাজারগুলিতে প্রতিদিন প্রচুর মানুষ আসছেন। সেখান থেকে যাতে করোনার সংক্রমণ ছড়িয়ে না পড়ে তাই সতর্কতা হিসাবে রবিবার বিকেলে স্যানিটাইজেশন করা হল দুর্গাপুর বাজারে। দমকল এবং পুরসভার উদ্যোগে এই স্যানিটাইজেশনের কাজ চলবে দুর্গাপুরের বিভিন্ন বাজার সহ জনবহুল এলাকাগুলিতে।

দুর্গাপুর পুরসভার ৪ নং বরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এদিন প্রথম দুর্গাপুরে বাজার এলাকায় স্যানিটাইজেশনের কাজ শুরু হয় বলে জানা গেছে। দুর্গাপুর বাজার ছাড়াও মুচিপাড়ার ঘোষ মার্কেট, সেন মার্কেট ও বাঁকুড়া মোড়েও স্যানিটাইজ করা হবে বলে জানা গেছে। এবং এই স্যানিটাইজেশনের প্রক্রিয়া প্রতিদিন করা হবে বলে জানা গেছে। দুর্গাপুর পুরসভার ৪ নং বরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বর্ধমান ডটকমকে বলেন, ‘দুর্গাপুর পুরসভার স্বাস্থ্য দফতরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ডা. দেবব্রত সাহানার পরামর্শ অনুযায়ী বাজার এলাকায় ১২.৫ শতাংশ হারে সোডিয়াম হাইড্রোক্লোরাইড মিশ্রণ এবং ডোমেস্টিক এলাকায় ৬.৫ শতাংশ হারে সোডিয়াম হাইড্রোক্লোরাইড মিশ্রণ স্প্রে করা হবে। করোনা সতর্কতা হিসাবে আপাতত দুর্গাপুর পুরসভার অন্তর্গত দুর্গাপুর স্টিল টাউনশিপ সহ বিভিন্ন বসতি এলাকা এবং বাজার এলাকাগুলিকে স্যানিটাইজ করার কথা ভাবা হচ্ছে বলে দুর্গাপুর মহকুমা প্রশাসন সূত্রে জানা গেছে।


Like Us On Facebook