.

কাজের অধিকার ফিরে পেতে দুর্গাপুর ইস্পাত কারখানার গেটে ৯৭ জন আদিবাসী মহিলা ধর্নায় বসলেন। গত নভেম্বরে মাসে ১৮৬ জন ঠিকা শ্রমিককে বয়সের অজুহাতে ঠিকা শ্রমিকের কাজ থেকে বরখাস্ত করা হয় বলে দাবি। ১৮৬ জনের মধ্যে ৯৭ জন আদিবাসী মহিলা শ্রমিক রয়েছেন। তাঁরা দুর্গাপুর ইস্পাত কারখানায় ঠিকা শ্রমিকের কাজ করতেন বলে দাবি করেন। সোমবার এক মানবাধিকার সংগঠনের কর্মীরা বরখাস্ত আদিবাসী মহিলা শ্রমিকদের সঙ্গে নিয়ে কাজে পুনর্বহালের দাবিতে দুর্গাপুর ইস্পাত কারখানা গেটের সামনে ধর্নায় বসেন। আদিবাসী মহিলা শ্রমিকদের হুমকি যতক্ষণ না আমাদের কাজ ফিরিয়ে দেওয়া হচ্ছে ততক্ষণ আমাদের এই ধর্না কর্মসূচি চলবে।

Like Us On Facebook