দেশের সংবিধানের প্রতি শ্রদ্ধা রেখে ডিএসপি’র পক্ষ থেকে নানান অনুষ্ঠানের মাধ্যমে শনিবার সংবিধান দিবস পালিত হল। এদিন ডিএসপি’র প্রশাসনিক ভবনের অনুষ্ঠানে ডিএসপি’র সিইও অরুণ কুমার রথ সহ অন্যান্য আধিকারিক ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। ডিএসপি’র সমস্ত স্কুল সহ অন্যান্য অফিসেও যথাযথ মর্যাদার সঙ্গে সংবিধান দিবস পালন করা হয়। এই উপলক্ষে ডিএসপি’র বিভিন্ন স্কুলে কবিতা, ক্যুইজ সহ অন্যান্য প্রতিযোগিতার আয়াজন করা হয়।
দুর্গাপুর স্টিল প্ল্যান্টের জনসংযোগ আধিকারিক চিন্ময় সমাজদার বলেন,”আজকের দিনটি ডিএসপি’র পক্ষ থেকে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। আমাদের সমস্ত স্কুলের ছাত্র-ছাত্রী সহ শিক্ষক-শিক্ষিকারা দেশের সংবিধানের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংবিধান দিবস পালন করেন। এই উপলক্ষে স্কুলগুলিতে বিভিন্ন প্রতিযোগিতার আয়াজন করা হয়।”