মান্নানকে হেনস্থার প্রতিবাদে বর্ধমান শহর কংগ্রেসের প্রতিবাদ সভা কার্জন গেটে। শহর কংগ্রেসের কর্মীরা বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত কার্জন গেট চত্বরে প্রতিবাদ সভার আয়োজন করে। কংগ্রেস কর্মীরা মান্নানকে হেনস্থার ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান। এদিনের প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি আভাষ ভট্টাচার্য্য। এছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা কাশীনাথ গাঙ্গুলি সহ অন্যান্য কর্মীবৃন্দ।