এক পদ এক পেনশনের দাবি না মেটায় অবসরপ্রাপ্ত এক সেনাকর্মীর আত্মহত্যার পর পরিবারের সঙ্গে দেখা করা নিয়ে উত্তেজনার জেরে গতকাল দিল্লি পুলিশ রাহুল গান্ধীকে আটক করে। এই ঘটনায় রাজধানীর রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য দেখা যায়।
রাহুলকে আটকের প্রতিবাদে কুলটি কংগ্রেসের পক্ষ থেকে নিয়ামতপুর চৌরাস্তা মোড়ে পথ অবরোধ করা হয়। বৃহস্পতিবার সকাল ১০.৩০ থেকে ১১.০০ টা পর্যন্ত এই কর্মসূচী চলে। এই অবরোধকে কেন্দ্র করে এলাকায় যানজটের সৃষ্টি হয়। এছাড়াও কংগ্রেস কর্মীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করে।