স্কুলের প্রধান শিক্ষিকা সরকারি নিয়মর তোয়াক্কা না করে স্কুল ছুটির পক্ষে বলে অভিযোগ করলেন স্কুলেরই অন্য এক শিক্ষিকা। এই নিয়ে যুযুধান দুই স্কুল শিক্ষিকার মধ্যে প্রায়ই বচসা বাধে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা না থাকার দিনগুলিতে ফের স্কুলের প্রধান শিক্ষিকা ছুটি ঘোষণা করায় অভিযোগকারী শিক্ষিকা সোচ্চার হতেই প্রধান শিক্ষিকার হুমকির মুখে পড়েন বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের কাঁকসা উচ্চ বালিকা বিদ্যালয়ে। বৃহস্পতিবার স্কুলে এসে শিক্ষিকা অদিতি পারিয়া স্কুল ছুটির কথা শুনে স্কুলে বেনিয়মের অভিযোগ তুলে কাঁকসা ব্লক উন্নয়ন আধিকারিক অরবিন্দ বিশ্বাসের দ্বারস্থ হলেন।
জানা গেছে, কাঁকসা উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা অদিতি পারিয়া এই বিষয়ে অভিযোগ দায়ের করেন কাঁকসার বিডিও অরবিন্দ বিশ্বাসের কাছে। বিডিও অরবিন্দ বিশ্বাস অদিতি পারিয়ার অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেন। অভিযোগ দায়ের করে কাঁকসা উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা অদিতিদেবী বলেন, ‘স্কুলে বেনিয়মে ছুটি একটি রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। স্কুলের প্রধান শিক্ষিকা নিজেই সরকারি নিয়মের তোয়াক্কা না করে নিয়ম বর্হিভূতভাবে কোন নোটিস ছাড়াই ছুটি দিয়ে দেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষা না থাকার দিনগুলিতে যেখানে স্কুলের অফিস খুলে রাখার কথা সেখানে আমাদের স্কুলে বেনিয়মে ছুটি চলছে। অদিতিদেবী আরও বলেন, ‘বিনা নোটিসে ছুটিতে স্কুলে এসে আমাকে প্রায়ই বাড়ি ফিরে যেতে হয়। হাজিররা খাতা পাইনা। চরম অনিয়ম চলছে স্কুলে। প্রতিবাদ করলে দেখে নেবার হুমকি দেয়। এই চরম অবস্থার বিহিত করতে বৃহস্পতিবার আমি বিডিওর দ্বারস্থ হলাম।’
স্কুলের প্রধান শিক্ষিকা সুমনা পাল অদিতি পারিয়ার অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, ‘স্কুলের একটি নিজস্ব নিয়ম আছে। যেদিন পরীক্ষা থাকে না সেদিন স্কুল ছুটি থাকে।’ উর্দ্ধতন কর্তৃপক্ষ বিষয়টি জানেন বলে জানান স্কুলের প্রধান শিক্ষিকা। অদিতি পারিয়ার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি প্রধান শিক্ষিকার।কাঁকসার বিডিও অরবিন্দ বিশ্বাস অদিতি পারিয়ার অভিযোগ খতিয়ে দেখে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দেন।