সেতুর মাঝে এক্সপ্যানশন জয়েন্ট সংলগ্ন অংশে রাস্তা বেহাল। ফলে বিপজ্জনক হয়ে উঠেছে সেতুটি। নিত্য সমস্যায় পড়ছেন যাতায়াতকারীরা। বৃষ্টি হলে বিপদ আরও বাড়ছে। বর্ধমান-বোলপুর ২ বি জাতীয় সড়কের হলদিতে খড়ি নদীর উপর সেতুটির কিছু অংশ বেহাল হয়ে উঠেছে। প্রায়ই দুর্ঘটনায় পড়তে হচ্ছে যাতায়াতকারীদের। অবিলম্বে সেতু সংস্কারের দাবি উঠেছে।
খড়ি নদীর উপরের এই সেতুটি বহু প্রাচীন। অভিযোগ, অনেকদিন আগেই বিপজ্জনক হয়ে উঠেছে। সেতুর মাঝে এক্সপ্যানশন জয়েন্টের দুই পাশে প্রায়ই গর্ত ও ফাটলের সৃষ্টি হয়। মাঝে মাঝে সংস্কার করা হয়। কিন্তু স্থায়ী সমাধান হয় না বলে অভিযোগ। ফলে সংস্কারের কিছুদিনের মধ্যেই ফের ফাটল ও গর্তের সৃষ্টি হয়। বর্ধমান-বোলপুর রোড অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক। উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণ বঙ্গের যোগাযোগের অন্যতম ব্যস্ত রাস্তা। প্রতিদিন কয়েক হাজার পণ্যবাহী যান চলাচল করে এই রাস্তা দিয়ে। অন্যান্য যানবাহনও চলাচল করে প্রচুর সংখ্যায়, ফলে সেতুর উপর চাপও বাড়ছে যানবাহনের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায়।