পাটমোহনা কোলিয়ারিতে কর্মরত অবস্থায় শ্রমিকের মৃত্যুকে ঘিরে বিক্ষোভ শ্রমিকদের। জানা গেছে, সোমবার রাত ৮টা নাগাদ আসানসোলে ইসিএলের সোদপুর এরিয়ার অন্তর্গত পাটমোহনা কোলিয়ারিতে কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে মৃত্যু হয় এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম রামপ্রবেশ সাহানি (৫০)। এই ঘটনার পর মঙ্গলবার সকালে সমস্ত শ্রমিক সংগঠনের সদস্যরা মৃতদেহ কোলিয়ারিতে রেখে একযোগে বিক্ষোভ দেখান। মৃতের পরিবারকে ক্ষতিপূরণ সহ পরিবারের একজনের চাকরির দাবিতে শ্রমিকরা বিক্ষোভ দেখান।
এদিকে এই সুযোগে মৃতের ঘরে চোরেরা হানা দিল। রাম প্রবেশ তার ঘরে একাই থাকত। সোমবার রাতে তার মৃত্যু হওয়ার সুযোগে চোরের দল তাঁর ঘরে হানা দেয়। কি খোয়া গেছে সে বিষয়ে কিছু জানা যায় নি। তবে প্রতিবেশীরা জানিয়েছেন, রাম প্রবেশ দেশে যাওয়ার জন্য সম্প্রতি ব্যাঙ্ক থেকে টাকা তুলেছিলেন। চোরের দল তাঁর ঘরে ঢুকে সবকিছু লন্ডভন্ড করে মূলবান সবকিছুই নিয়ে চম্পট দিয়েছে বলে জানান প্রতিবেশীরা।
জানা গেছে, মঙ্গলবার বিকেলে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর কর্তৃপক্ষ ক্ষতিপূরণ ও মৃতের পরিবারের একজনকে চাকরির আশ্বাস দিলে শ্রমিকরা বিক্ষোভ তুলে নেন।