রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় ইঞ্জিনিয়ারিংয়ে সপ্তম স্থান অধিকারী দুর্গাপুরের গর্ব ঋত্বিক গাঙ্গুলিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুলের তোড়া ও শুভেচ্ছা পত্র পাঠালেন। শুভেচ্ছা পত্র ও ফুলের তোড়া ঋত্বিকের হাতে তুলে দেন দুর্গাপুর মহকুমা প্রশাসনের আধিকারিকরা।
বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্গাপুর মহকুমা প্রশাসনের তরফে মুখ্যমন্ত্রীর প্রেরিত ফুলের তোড়া ও শুভেচ্ছা পত্র ঋত্বিকের দুর্গাপুরের বিধান নগরের বাড়িতে গিয়ে ঋত্বিকের হাতে তুলে দেন দুর্গাপুর মহাকুমা প্রশাসনের আধিকারিকরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঋত্বিককে শুভেচ্ছা জানানোয় ঋত্বিকের পরিবার তাঁদের খুশির কথা জানাযন। ঋত্বিক মুখ্যমন্ত্রীর পাঠানো ফুলের তোড়া ও শুভেচ্ছা পত্র হাতে পেয়ে আবেগ বিহ্বল হয়ে পড়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানায়। ঋত্বিক বলে, মুখ্যমন্ত্রীর পাঠানো শুভেচ্ছা পত্র আমাকে আরো উৎসাহিত করল।