কাঁকসায় সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচনের কথা মাথায় রেখে মানুষের মন জয় করতে পশ্চিম বর্ধমান জেলার উন্নয়নে ৭০টি প্রকল্পের শিলান্যাস ও ১৭ টি উন্নয়ন মূলক প্রকল্পের উদ্বোধন করেন। এদিনের প্রশাসনিক সভায় কাঁকসায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২ হাজার ১২৬ জনের হাতে গীতাঞ্জলি প্রকল্পের বাড়ি তৈরি করার জন্য মাথা পিছু ১ লক্ষ ২০ হাজার টাকার চেক তুলে দেন। ২৫৬ জন শিল্পীকে লোক সঙ্গীত প্রসারের জন্য সচিত্র পরিচয় পত্র সহ মাসিক ভাতা দেবার কথা ঘোষণা করেন।
এদিন গ্রামের মানুষের জন্য কৃষি কর্ম প্রকল্পে ৭ হাজার ৬০৮ জন কৃষককে ধান ঝাড়াই মেশিন, কিষাণ ক্রেডিট কার্ড ও পাওয়ার টিলার দেওয়া হয়। স্কুল পড়ুয়াদের এদিন যাতায়াতের সুবিধার্থে সাইকেল উপহার দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৫৫ হাজার ৫৪৩ জনকে সাইকেল দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। রানীগঞ্জের নুনিয়া নদীর সেতু নির্মাণ ও কাঁকসায় অজয় নদের উপর সেতু নির্মাণ কাজের জন্য ১৬৫ কোটি বরাদ্দের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ডিভিসি ব্যারেজে ড্রেজিং সহ সেচ ও বন্যা নিয়ন্ত্রণের কাজের জন্য ২৬৬৮ কোটি টাকার প্রকল্প ঘোষণা করেন।