প্রতিবেশী ঝন্টু মন্ডল ও স্ত্রী রিয়ার ঘনিষ্ঠ মূহুর্তের ছবি মোবাইলে ধরে রাখাই কাল হল কাঁকসার বিদবিহার জামদহের চঞ্চল ঘোষের। স্ত্রী রিয়া ও প্রতিবেশী ঝন্টু এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে। জানাজানি হওয়ার ভয়ে শেষমেশ ঝন্টু ও রিয়া পথের কাঁটা চঞ্চলকেই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে বলে পুলিশের প্রাথমিক অনুমান। পরিকল্পনা মাফিক রিয়া বাপের বাড়ি যাওয়ার পর বিজয়া দশমীর সাতসকালেই ঝন্টু ও রিয়ার আপত্তিকর ছবি মোবাইলে তুলে রাখার জেরে ঝন্টু ও তার এক বন্ধু চঞ্চলের বাড়িতে ঢুকে চঞ্চলের মাথায় গুলি করে। এদিকে অবৈধ সম্পর্কে খুনের ঘটনায় ধৃতদের কাঁকসা থানার পুলিশ রবিবার দুর্গাপুর আদালতে হাজির করলে বিচারক খুনে অভিযুক্ত ঝন্টু মন্ডল ও মৃতের স্ত্রী রিয়া ঘোষকে ৫ দিন পুলিশ হেফাজত ও ঝন্টুর বাবা বিনয় মন্ডল, মা শেফালি মন্ডল ও কাকিমা পূর্ণিমা মন্ডলকে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। অভিযুক্ত আর এক আসামি ঝন্টুর বন্ধু চঞ্চল পান এখনও ফেরার। ডিসিপি পূর্ব অভিষেক মোদী বলেন চঞ্চল পানকে ধরার চেষ্টা চলছে। এদিন রিয়া ঘোষ কোলে মেয়েকে নিয়েই এজলাসে হাজির হয়।