সোমবার রামনবমীর মিছিলকে কেন্দ্র করে রানিগঞ্জ বাজার এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ বেধে যায়। আহত হন বেশ কিছু মানুষ। আহতদের দুর্গাপুর ও রানিগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতি সামল দিতে গেলে আক্রান্ত হয় পুলিশ। গুরুতর আহত হন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি অরিন্দম দত্ত চৌধুরী। চিকিৎসার জন্য তাঁকে দুর্গাপুর মিশন হাসপাতালে ভর্তি করা হয়। মিশন হাসপাতালের সুপার ডা. পার্থ পাল জানান, অরিন্দমবাবুর ডান হাতের কব্জির উপরের অংশ বোমার আঘাতে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে রানিগঞ্জে রামনবমীর মিছিল বের হয়। রানিগঞ্জ বাজার এলাকা দিয়ে মিছিল যাওয়ার সময় দুই গোষ্ঠীর মধ্যে বচসা থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গোষ্ঠী। বিভিন্ন দোকান ও বাড়িতে ভাঙচুর ও লুঠপাট চালানো হয় এবং কোথাও কোথাও আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি অরিন্দম দত্ত চৌধুরী পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে গেলে পুলিশকে লক্ষ্য করে ইট ও বোমা ছোড়া হয়। বোমার আঘাতে অরিন্দমবাবু গুরুতর আহত হন। ঘটনায় অরিন্দমবাবু ছাড়াও আরও কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। পরে পরিস্থিতি সামাল দিতে র‌্যাফ ও কমব্যাট ফোর্স নামানো হয়।

এদিকে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় রানীগঞ্জে অশান্তির খবর পেয়ে জামুড়িয়ায় রামনবমীর শোভাযাত্রা শেষ করে তড়িঘড়ি রানীগঞ্জে ছুটে আসেন। পুলিশ কর্তাদের সঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন। পরে আহত পুলিশ কর্তাকে দেখতে বিকালে মিশন হাসপাতালে আসেন। এবং অন্যান্য আহতদের মিশন হাসপাতালে চিকিৎসা করার জন্য ভর্তির ব‍্যবস্থা করেন বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।


Like Us On Facebook