আজ ছট পুজো, সপ্তাহ ব্যাপী সংযম পালন করে রবিবার বিকেলে মহিলারা সংসার ও সমাজের মঙ্গল কামনায় বিভিন্ন জলাশয়ে দাঁড়িয়ে অস্তগামী সূর্যকে অর্ঘ্য প্রদান করেন। সোমবার ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ফের জলাশয়ে নেমে ব্রতীরা মনস্কামনা পূর্ণ করার প্রার্থনা করবেন। ছট পুজোকে কেন্দ্র করে যাতে কোন রকমের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় তার জন্য প্রশাসন ছট পুজোর ঘাটগুলিতে নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে।
দুর্গাপুরের বিভিন্ন জলাশয় – দামোদর ব্যারেজ, সগড়ভাঙ্গা, সিটি সেন্টার টাউনশিপ, বিধান নগর, বেনাচিতির সুভাষপল্লীর নীল পুকুর সহ বিভিন্ন এলাকায় ছট পুজোর আয়োজন করা হয়। সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। দুর্গাপুরের বেনাচিতির সুভাষপল্লীর নীল পুকুরে রবিবার সন্ধ্যায় ছট পুজো উপলক্ষে ভোজপুরী ধর্মীয় গান এবং বাংলা গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Like Us On Facebook