.
স্থানীয় পুলিশের দেখানো পথেই শনিবার কাঁকসার রেলপাড় সহ বিভিন্ন এলাকায় রুট মার্চ করল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। রুট মার্চের সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকায় স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন বাহিনীর জওয়ানরা এবং নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করার আবেদন করেন। নির্বাচন এলেই কাঁকসায় শাসক ও বিরোধী দলের মধ্যে প্রতিহিংসার আগুন জ্বলে। নির্বাচনের সময় কাঁকসায় মানুষজনের মধ্যে আতঙ্ক বাড়ে। তাই ভোটের আগেই এলাকায় কেন্দ্রীয় বাহিনী পৌঁছে যাওয়ায় খুশি স্থানীয় মানুষ।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?
Like Us On Facebook