আরটিও-র অভিযানের বিরুদ্ধে দফায় দফায় পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন অটো চালকরা। বাংলা-ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকায় ঝাড়খণ্ড এবং এরাজ্যের অটো চালকরা এদিন দফায় দফায় বিক্ষোভ করে ও পথ অবরোধ করেন। প্রথমে চিত্তরঞ্জন শহরে দেশবন্ধু পার্ক এবং পরে রূপনারায়নপুর আল্লাডি মোড়ে পথ অবরোধে সামিল হন অটো চালকরা।

অটোচালকদের দাবি যখন তখন আরটিও অভিযান চালাচ্ছে। অটো ধরে নিয়ে যাচ্ছে। এই অটো চালিয়ে সামান্য রোজগারের মাধ্যমে অটো চালকদের সংসার চলে। তাই আরটিও-র এই অভিযানের বিরুদ্ধে অটো চালকরা রাস্তায় নেমে প্রতিবাদ জানান। সোমবার দুপুর দু’টো থেকে চারটে পর্যন্ত দেশবন্ধু পার্কে এবং পরে বিকেল পাঁচটা থেকে আল্লাডি মোড়ে পথ অবরোধ হয়। ঝাড়খণ্ড যাওয়ার রাস্তা এবং চিত্তরঞ্জন যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া হয়। যার ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে বিনা রেজিস্ট্রেশনের এবং ঝাড়খণ্ডের নম্বরের অটো চলাচল নিয়ে অভোযোগ দীর্ঘদিনের। মাঝমধ্যে ধরপাকড়ও চলে। সোমবার মোটর ভেহিক্যালস দফতরের আধিকারিকরা পাঁচটি অটো ধরলে আটো চলাকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। যদিও মোটর ভেহিক্যালস দফতরের আধিকারিকরা জানিয়েছেন ঝাড়খণ্ডের নম্বরের অটো চলতে দেওয়া হবে না।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?

Like Us On Facebook