ভালই চলছিল বেনাচিতির ধুনরাপ্লটের সাদা মাটা স্বভাবের ছেলে তারক কর্মকারের শিল্পাঞ্চলে বাইক চুরির অন্ধকার জগতের ব‍্যবসা। ২৫ মে ভরদুপুরে বেনাচিতির শালবাগানের বাড়ির সামনে থেকে এলাকার বিশিষ্ট ব্যবসায়ি বাবলু গোয়েলদের বাইক চুরি করাই কাল হল তারকের। বাইক চুরির সেই দৃশ্য সিসি ক্যামেরায় বন্দি হয়ে সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হতেই দুর্গাপুর থানার পুলিশের তৎপরতায় তারকের অন্ধকার জগতের কর্মকাণ্ডের পর্দা ফাঁস হয়ে যায়। প্রান্তিকা ফাঁড়ির পুলিশ আধিকারিক সিদ্ধনাথ অধিকারী দক্ষতার সঙ্গে অন‍্যান‍্য পুলিশ কর্মীদের সঙ্গী করে দুর্গাপুরের বিধান নগরের সেন্ট জেভিয়ার্স স্কুলের পুলকার চালক তারক কর্মকারকে সিসিটিভির ছবি দেখে সনাক্ত করে একদম ফিল্মি কায়দায় ফাঁদ পেতে শিল্পনগরীর গল্ফনগর থেকে গ্রেফতার করেন।

সুচতুর তারক কর্মকার দুর্গাপুর শিল্পাঞ্চলে বাইক চুরি চক্র চালালেও সকলের নজর ঘোরাতে স্কুল গাড়ি চালানোর কৌশল অবলম্বন করে বলে পুলিশের দাবি। তারকের এই কুকীর্তিতে তারকের পাড়ার লোকজনও স্তম্ভিত। পুলিশ সূত্রে জানা গেছে, দুর্গাপুর শিল্পাঞ্চলের বাইক চুরির অন‍্যতম পান্ডা তারক কর্মকার বিভিন্ন এলাকার লোকাল লিঙ্ককে কাজে লাগিয়ে বিভিন্ন কৌশলে বাইক চুরি করত। তার দুই সাকরেদ বাঁকুড়ার বড়জোড়া থানা এলাকার অন্তর্গত বড়মানার তাপস বিশ্বাস ও প্রিয়ঙ্ক মন্ডল সেই সব চোরাই বাইক গুলিকে বাঁকুড়া ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় বিক্রি করে দিত।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, বড়মানা এলাকায় তাপস বিশ্বাস ও প্রিয়ঙ্ক মন্ডলকেও এলাকার মানুষ দিনমজুর বলেই জানত এতদিন। তারকের সূত্র ধরে প্রান্তিকা ফাঁড়ির পুলিশ তাপস ও প্রিয়ঙ্ককেও গ্রেফতার করে। সঙ্গে উদ্ধার করে সম্প্রতি চুরি যাওয়া দশটি বাইক। পুলিশের দাবি, ধৃত তিন জনই দুর্গাপুর শহরের বিভিন্ন বাইক চুরির সঙ্গে তাদের জড়িত থাকার কথা পুলিশি জেরায় স্বীকার করেছে। ধৃতদের জেরা করে বাইক চুরি চক্রের সঙ্গে জড়িত অন‍্যান‍্যদের কাছে পৌঁছাতে পুলিশ শনিবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করলে বিচারক পুলিশের আবেদনে সাড়া দিয়ে ধৃতদের ১২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

এদিকে চুরি যাওয়া বাইক উদ্ধার হওয়ার খবরে বাইক সনাক্ত করতে এবং পুলিশ আধিকারিক সিদ্ধনাথ অধিকারীসহ পুলিশ কর্মীদের ধন্যবাদ ‌জানাতে বাইক মালিকরা প্রান্তিকা ফাঁড়িতে ছুটে আসেন। শুক্রবার বাবলুবাবুদের বাইকটিও পুলিশ উদ্ধার করেছে। পুলিশের তৎপরতায় বাইক উদ্ধার হওয়ায় বাবলু গোয়েলও পুলিশকে ধন্যবাদ জানান।

লক ভাঙার ছবি….


Like Us On Facebook