মাজারে চাদর চড়িয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল এক শিশু সহ তিনজনের। আহত ২। ঘটনাটি ঘটেছে ২ নম্বর জাতীয় সড়কের উপর গলসি চৌমাথার কাছে। মৃতদের নাম দিয়া খাতুন(৫), আজাহার মল্লিক(৩০) ও সুরজ শেখ(২৬)। মৃতরা সকলেই গলসির বাবলা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশসূত্রে জানা গেছে, শুক্রবার সকালে গলসির বাবলা গ্রাম থেকে একটি চারচাকা গাড়িতে দুই শিশু সহ পাঁচজন গলিগ্রামের জয়রামপুরের একটি মাজারে যান। মাজারে চাদর চড়িয়ে ২ নম্বর জাতীয় সড়ক ধরে তাঁরা বাড়ি ফিরছিলেন। গাড়ি চালাচ্ছিলেন সুরজ শেখ। ফেরার পথে গলসি চৌমাথার কাছে তাঁদের গাড়ির চাকা ফেটে যায়। চাকা ফেটে যাওয়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রচন্ড গতিতে জাতীয় সড়কের পাশে একটি গাছে ধাক্কা মেরে পাশের নয়ানজুলিতে উল্টে যায়। স্থানীয়রা ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গলসি থানার পুলিশ। পুলিশ আহতদের উদ্ধার করে বর্ধমান হাসপাতালে নিয়ে যায়। সেখানে এক শিশু সহ তিনজনের মৃত্যু হয়। বাকি দুজনের অবস্থা আশঙ্কাজনক।