শনিবার সকালে দুর্গাপুরে পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হল। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারলে গাড়ির চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। তাঁরা জানান, বিধান নগরের দিক থেকে দ্রুত গতিতে আসা একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্গাপুর ইস্পাত নগরীর এলআইসি মোড়ের কাছে একটি গাছে ধাক্কা মারলে চালক গুরুতরভাবে আহত হন। স্থানীয় মানুষ পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে আসে দুর্গাপুর থানার পুলিশ, চার চাকা গাড়িতে থাকা যুবককে আহত অবস্থায় উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। জানা গেছে, হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত যুবকের নাম শুভদীপ মুখার্জী (২৩)। তিনি বেনাচিতির বাসিন্দা ছিলেন। এই দুর্ঘটনার খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
Like Us On Facebook