.
ট্রাফিক আইন লঙ্ঘন করে ২ নং জাতীয় সড়কের কাঁকসা অঞ্চলে একটি দ্রুতগামী চার চাকা গাড়ি এক সাইকেল আরোহীকে ধাক্কা মারলে সাইকেল আরোহী গুরুতর আহত হন। জানা গেছে, আহত ব্যক্তির নাম অমর ডোম। তিনি একটি বেসরকারি সংস্থার নিরাপত্তা রক্ষী। শনিবার দুপুরে তিনি সাইকেলে পানাগড় যাচ্ছিলেন। হঠাৎ করে ট্রাফিক আইন ভেঙে একটি দ্রুতগামী গাড়ি তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই পড়ে যান অমরবাবু। প্রত্যক্ষদর্শীরা সঙ্গে সঙ্গে খবর দেন স্থানীয় পুলিশকে। পুলিশ এসে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং গাড়িটিকে আটক করে। এই ঘটনায় শনিবার কাঁকসা এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
Like Us On Facebook