পানাগড়-মোড়গ্রাম রাজ্য সড়কে দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক মহিলা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কাঁকসা থানার পুলিশ ও দমকল বাহিনী। আহত মহিলাকে পানাগড় হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার একটি চার চাকা গাড়িতে তিনজন বোলপুর থেকে পানাগড়ে ফিরছিলেন। বিকেল ৪টে নাগাদ গাড়িটি পানাগড়-মোড়গ্রাম রাজ্য সড়কের কাঁকসায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে নেমে গিয়ে একটি বাড়ির দেওয়ালে সজোরে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষজন ছুটে এসে গাড়ির আরোহীদের উদ্ধার করে পানাগড় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর দু’জনকে ছেড়ে দেওয়া হয়। এক মহিলার চোট বেশি হওয়ায় তাঁকে স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে নেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কাঁকসা থানার পুলিশ। স্থানীয় মানুষজন জানান, ছোট গাড়িটি বোলপুরের দিক থেকে অত্যন্ত দ্রুতগতিতে আসছিল হঠাৎই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে নীচে নেমে গিয়ে একটি বাড়ির দেওয়ালে সজোরে ধাক্কা মারে।