ডাম্পারের সঙ্গে চার চাকা গাড়ির সংঘর্ষে মৃত ১ ও আহত ৭। ঘটনাটি ঘটেছে আসানসোলে সালানপুরের আমডিহা মোড়ের কাছে। আহতদের উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মৃত্যু হয় রিয়া কেওড়ার (৫)। গাড়ির চালক চন্দন কেওড়ার অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুলটি থানার বেহাল গ্রামের কেওড়া পরিবারের চার শিশু সহ আরও চার সদস্য একটি চার চাকা গাড়ি করে বারাবনির দাসকেয়ারীতে এক আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন। রবিবার দুপুরে দাসকেয়ারী থেকে কুলটির গ্রামে ফেরার পথে সালানপুরের আমডিহা মোড়ের কাছে তাঁদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি দাঁড়িয়ে থাকা কয়লা বোঝাই ডাম্পারের পিছনে ধাক্কা মারে। এই ঘটনায় গাড়ির সকলেই কমবশী আহত হয়। আহতদের উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মৃত্যু হয় পাঁচ বছরের শিশু কন্যা রিয়া কেওড়ার। গাড়ি চালাচ্ছিলেন চন্দন কেওড়া। তাঁর আঘাত গুরুতর বলে জানা গেছে।
দুর্ঘটনাগ্রস্ত গাড়ির আরোহী তথা কেওড়া পরিবারের সদস্য পরেশ কেওড়া জানান, দাসকেয়ারীতে বোনের বাড়ি থেকে তাঁদের পরিবারের চার শিশু সহ আট জন সদস্য কুলটির বাহাল গ্রামে ফিরছিলেন। ফেরার পথে আমডিহা মোড়ের কাছে তাঁদের গাড়িটি একটি দাঁড়িয়ে থাকা ডাম্পারের পিছনে ধাক্কা মারে।