আইআরসিটিসির অনুমোদন ছাড়াই অবৈধভাবে রেলের টিকিট বিক্রির অভিযোগে পানাগড় থেকে ধৃত ব্যবসায়ী। বৃহস্পতিবার পানাগড় আরপিএফের পক্ষ থেকে অভিযান চালানো হয় পানাগড় বাজার সান্থালিয়া পেট্রোল পাম্পে অবস্থিত এনআর ইনফোটেক নামের দোকানে। বাজেয়াপ্ত কম্পিউটার, প্রিন্টার সহ অন্যান্য সামগ্রী।

আরপিএফ সূত্রে জানা গেছে, আইআরসিটিসির সাইট থেকে অবৈধভাবে রেলের টিকিট তুলে তা চড়া দামে মানুষজনের কাছে বিক্রি করা হচ্ছে বলে গোপন সূত্রে খবর পেয়ে পানাগড়ের এনআর ইনফোটেক নামের দোকানে অভিযান চালায় আরপিএফ। ওই দোকান থেকে কম্পিউটার, প্রিন্টার সহ বেশ কিছু পুরানো টিকিট বাজেয়াপ্ত করে আরপিএফ এবং দোকানের মালিক রাকেশ গুপ্তকে গ্রেফতার করে।

Like Us On Facebook