সাধারনত তাঁদের আমরা স্টেথো গলায় নিয়ে দেখতেই অভ্যস্ত। তবে স্টেথো ছেড়ে যে তাঁরা এমন নাচতেও পারেন তা না দেখলে বিশ্বাস করাই কঠিন। নাচের ভঙ্গিমায় টেক্কা দিতেই পারেন নায়ক-নায়িকাদেরও। বর্ধমানের প্রাণকেন্দ্র কার্জনগেট চত্বর নেচে মাত করলেন বর্ধমান ডেন্টাল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা।
রাজপথে চিকিৎসকদের এমন নাচ দেখে কিছুটা থমকে দাঁড়ায় শহর বর্ধমান। কাজ ভুলে নাচের আনন্দ নিলেন অনেকেই। নাচে অংশ নেওয়া সকলেরই পরনে ছিল কালো প্যান্টের ওপর সি-গ্রীন টি-শার্ট। গানের তালে নাচছেন তাঁরা পেশাদারি ভঙ্গিমায় স্বতঃস্ফূর্ততা তাঁদের প্রতিটি পদক্ষেপে। বর্ধমান ডেন্টাল কলেজের বাৎসরিক অনুষ্ঠান ‘সেনসেশন ২০২০’ অনুষ্ঠিত হবে শীঘ্রই। তারই প্রচারে এই উদ্যোগ বলে জানা গেছে। চিকিৎসক প্রত্যয়ী মন্ডল বললেন, ‘ডাক্তাররাও মানুষ। তাঁরাও কাজের বাইরে নাচ গান করেন। সাধারণ মানুষের সঙ্গে ডাক্তারদের সম্পর্ক আরও সহজ করতেই এই নাচ। চিকিৎসক আমদাদুল হকের কথায়, ‘ডাক্তারদের সঙ্গে রোগীদের সম্পর্ক নিবিড় করতেই সকলের মাঝে আসা। আর এই ফ্ল্যাস মবের মাধ্যমেই আমাদের বাৎসরিক অনুষ্ঠান শুরু হয়ে গেল বলা যেতে পারে।’ সব মিলিয়ে একটা অন্যরকম দুপুর দেখল শহর বর্ধমান।