কাঁকসার ত্রিলোকচন্দ্রপুরের কাছে যাত্রীবাহী বাস উল্টে জখম ১২জন। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে কাঁকসার ত্রিলোকচন্দ্র পুরের কাছে পানাগড়-মোড়গ্রাম রাজ্য সড়কে। দুর্ঘটনার খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ ও কাঁকসা ট্রাফিক পুলিশের কর্মীরা পৌঁছে আহতদের উদ্ধার করে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়।সেখানে প্রাথমিক চিকিৎসার পর সকলকে ছেড়ে দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শিলিগুড়ি থেকে আসানসোলগামী একটি যাত্রীবাহী বাস অত্যন্ত দ্রুত গতিতে পানাগড়ের দিকে আসার সময় একটি মোটর সাইকেলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায়। দুর্ঘটনার জেরে পানাগড়-মোড়গ্রাম রাজ্যসড়কে সাময়িক যান চলাচল বন্ধ হয়ে পড়ে। তবে কাঁকসা থানার পুলিশ ও কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা অত্যন্ত দ্রুততার সাথে উল্টে যাওয়া বাসটি ক্রেনের সাহায্যে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।