যাত্রী বোঝাই বাসের ধাক্কায় এক প্রৌঢ়ের মৃত্যকে কেন্দ্র করে উত্তেজন ছড়াল এলাকায়। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ভাতাড়ের ঝারুল বাস স্ট্যান্ডের কাছে। মৃত ব্যাক্তির নাম শেখ বজরুল হক (৬০)। ঝারুল গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা মৃতদেহ রাস্তায় রেখে বলগোনা-গুসকরা রাস্তা অবরোধ করে। খবর পেয়ে ভাতাড় থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।
স্থানীয় সুত্রে জানা গেছে, প্রতিদিনের মত মঙ্গলবার সন্ধ্যাতেও ঝারুল গ্রামের বছর ষাটের বাসিন্দা সেখ বজরুল হক দেবপুর বাসস্ট্যান্ডে আসছিলেন সাইকেল নিয়ে। গুসকরা-বলগোনা রোডের দেবপুর ও ঝারুল গ্রামের মাঝামাঝি জায়গাতে বর্ধমান থেকে গুসকরা অভিমুখী একটি যাত্রী বোঝাই বাস তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই সাইকেল আরোহীর। ঘাতক বাসটিকে পুলিশ আটক করেছে। বাসের চালক ও খালাসি পলাতক।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?