আসানসোলের কুলটি থানার সালানপুর দেন্দুয়া রেলগেট সংলগ্ন এলাকায় একটি মিনিবাস ও ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এই ঘটনায় মিনিবাসের ৪ জন যাত্রী আহত হয়। খবর পেয়ে চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয় মানুষের সহাযোগিতায় বাস যাত্রীদের উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা গেছে আসানসোল-মাইথন রুটের একটি মিনিবাস ও কোলিয়ারির একটি ডাম্পারের মধ্যে রেষারেষির ফলে গাড়ি দুটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।