শুক্রবার দুর্গাপুর আদালত সংলগ্ন পার্কিং এলাকায় দুর্গাপুর আদালত থেকে কাঁকসা ও বুদবুদ থানাকে পৃথক করার সিদ্ধান্তের প্রতিবাদে দুর্গাপুর বার অ্যাসোসিয়েশন সমাজের সমস্ত স্তরের মানুষকে নিয়ে একটি সভার আয়োজন করে। দুর্গাপুর চেম্বার অফ কমার্স থেকে শুরু করে বিভিন্ন সংগঠন, রাণীগঞ্জের সিপিএম বিধায়ক, দুর্গাপুর পশ্চিম ও পূর্ব কেন্দ্রের বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল ও সন্তোষ দেবরায় সহ বিজেপি নেতৃত্ব যোগদান করেন এই সভায়। মঞ্চে সিপিআইএম নেতারা বক্তব্য রাখতে শুরু করলে দুর্গাপুর নগর নিগমের মেয়র অপূর্ব মুখোপাধ্যায় সপার্ষদ সভাস্থল ত্যাগ করেন বলে অভিযোগ।

বার অ্যাসোসিয়েশনের সম্পাদক অনুপম মুখোপাধ্যায় বলেন,”দলমত নির্বিশেষে সমাজের সমস্ত স্তরের মানুষ আইনজীবিদের আন্দোলনকে সমর্থন জানাতে আজকের সভায় উপস্থিত হয়েছেন। দুর্গাপুরের মহানাগরিক আমাদের সভাস্থলে এসেছিলেন। তাঁর উপস্থিতি প্রমাণ করে তিনি আমাদের এই আন্দোলনকে সমর্থন করেন।”

উল্লেখ্য, দুর্গাপুর আদালতের অধীন থেকে কাঁকসা ও বুদবুদ থানাকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে দুর্গাপুরের আইনজীবিরা গত ১০ জানুয়ারি থেকে কর্মবিরতি পালন করছেন। কাঁকসা ও বুদবুদ থানাকে দুর্গাপুর আদালত থেকে বিচ্ছিন্ন করা হলে চরম দূর্ভোগে পড়বে সাধারণ মানুষ – এই ইস্যুতে আন্দোলনে নামেন দুর্গাপুরের আইনজীবিরা। ৭ দিন কর্মবিরতি থাকার পরও আইনমন্ত্রক থেকে কোন সাড়া না পাওয়ায় কর্মবিরতি অব্যাহত রয়েছে।