যাত্রীবাহী বাসের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল বাইক আরোহীর। গুসকরা-মানকর সড়ক পথে আউশগ্রামের অভিরামপুর পেট্রোল পাম্পের কাছে মঙ্গলবার সকালে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে গুসকরা-মানকর রোড। খবর পেয়ে ঘটনাস্থলে আসে আউশগ্রাম থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের নাম দিলীপ বাউড়ি(৫০) ও অতুল মণ্ডল(৫৬)। তাঁদের বাড়ি আউশগ্রামের ভাল্কি গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি বাইকে চড়ে দিলীপ বাউড়ি ও অতুল মণ্ডল চাষের জমিতে দেওয়ার জন্য কীটনাশক ওষুধ কিনতে গুসকরা যাচ্ছিলেন। সেই সময় অভিরামপুর পাম্প থেকে তেল নিয়ে বের হচ্ছিল বাসটি। তখনই বিপরীত দিক থেকে আসা বাইকের সঙ্গে গলসি-গলিগ্রাম হয়ে বর্ধমান গামী বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই বাইক আরোহীর। পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান হাসপাতালে পাঠায়। ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ।